শিরস্ত্রান ছিনিয়ে নিয়েছে যুদ্ধ-বিজয়ী চিল

অশ্বারোহী মেঘ হয়ে পালিয়ে যাচ্ছি দূরে

বুকের বর্মে খোদাই করা তোমার ঠিকানা

রক্তের স্রোতে মুছে গেছে রানির সিলমোহর

হারিয়েছি তলোয়ার, তিরের আঘাত পিঠে

আমার সিপাহিরা খুইয়ে এসেছে স্মৃতির সম্ভ্রম

পরাজিত মেঘ হয়ে সীমান্তে, ফিরব না আর রাজধানী

সেনাপতির জীবন কাটবে এখন মাতাল নির্বাসনে