তোমার সিদ্ধার্থ এসেছে ফিরে

গৃহত্যাগী জোৎস্না ডাকা রাতে বুদ্ধগয়ার পথ হেঁটে হেঁটে ধ্যানক্লান্ত হৃদয় আমার দাঁড়ায় এসে যশোধরার ঘুমন্ত চৌকাঠে— সিদ্ধার্থ, আমি তোমার সিদ্ধার্থ এসেছি ফিরে

শালিক পাখির হৃদয় হতে

নিরবতার জিকির করতে করতে জেনেছি— আমি বরং কোলাহলপ্রিয়   আমি পাহাড়ের অনড় গাম্ভীর্যের পৈথানে পৌঁছে ছলছলাৎ ঝরণা কামনা করি বনভূমির নির্জনতার কাছে গিয়ে কামনা করি পাখির কোলাহল হারিয়ে যাওয়ার পর খুব করে চাই— পথপাশ থেকে আমার ঠিকানা জিজ্ঞেস করুক একটা বৃক্ষ, একটা শালিক, তোমার চোখের অশ্রুজল   নিঃসঙ্গতা কামনা করে Read more…

আমি পারি নাই

উঁচুয় উঠতে হলে নিচে নামতে হবে আমি পারি নাই ব্ল্যাক কফির তেতো গিলে বলতে হবে ‘এক্সিলেন্ট’ আমি পারি নাই ফলোয়ার বাড়াতে নামের আগে বা পিছে লাগাতে হবে ‘বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ’ আমি পারি নাই আমার ভেতরে যখন চিন্তার ডালপালা, সংসারের চাল-ডাল মেসেঞ্জারে অপরিচিত লোকদের সালামের উত্তর দিতে আমি পারি নাই আমি Read more…