আপনার হৃদয়ে যদি ইসলাহ/সংশোধনের নিয়ত না থাকে তবে অন্যের সমালোচনা করা থেকে বিরত থাকুন। কেবল নিজের ঘৃণা বা বিদ্বেষ থেকে আপনি যে সমালোচনা করছেন, এর ফলে আপনার হৃদয় দিন দিন কঠোর হতে থাকবে। কঠোর হৃদয়ে কখনোই উম্মাহ/ইনসানিয়াতের প্রতি সহমর্মিতাবোধ জাগ্রত হয় না।

যে কোনো ঘটনায় প্রতিক্রিয়া প্রকাশের আগে চিন্তা করুন—যদি নবীজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জীবদ্দশায় এমন ঘটনা ঘটত তাহলে তিনি কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করতেন! আমি যেমন প্রতিক্রিয়া প্রকাশ করছি, নবীজিও কি এমনভাবে প্রতিক্রিয়া দেখাতেন? নাকি নবীজি অন্য কোনো পন্থায় ঘটনার মুখোমুখি হতেন?

যে কোনো প্রতিক্রিয়া প্রকাশের আগে নবীজির আয়নায় একবার নিজের অন্তর্গত অনুভূতি দেখে নিন। দেখুন সে আয়নায় আপনার হৃদয়ের অনুভূতি কেমন দেখাচ্ছে—সহানুভূতিশীল নাকি পাশবিক!