রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবনভিত্তিক বই #প্রিয়তমা লিখতে গিয়ে একটা সময় মনে হলো, উম্মুল মুমিনিনদের নিয়ে কিছু বিতর্কিত বিষয়, আলোচনাসাপেক্ষ ঘটনা, অমীমাংসিত তর্ক বিষয়ে একটি দীর্ঘ পরিশিষ্ট লেখা প্রয়োজন। যেমন, রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম কেন ১১টি বিয়ে করেছিলেন? কেন আয়েশার মতো সদ্যকিশোরীকে বউ হিসেবে গ্রহণ করলেন? বিয়ের সময় আয়েশার বয়স কত ছিল? কেন এক ইহুদিকন্যাকে উম্মুল মুমিনিন হিসেবে সম্মানিত করলেন? এমন আরও নানা তর্কিত বিষয় প্রাচ্যবিদ এবং পাশ্চাত্যপ্রেমীদের কাছে প্রচলিত রয়েছে। সেসব বিষয়ে একটি অনুসন্ধানী পরিশিষ্ট লেখার ইচ্ছা হয়েছিল মাঝে।

কিন্তু গ্রন্থ রচনা যখন শেষের দিকে তখন ভাবলাম, উম্মুল মুমিনিনদের জীবনের বিতর্কিত বা অমীমাংসিত বিষয় নিয়ে আলাদা পরিশিষ্ট লেখার কী দরকার? আমি তাঁদের জীবনের যে গল্পভাষ্য লিখেছি, সেটা পাঠ করলে এ প্রশ্নগুলোর জবাব বইয়ের প্রেমময় উপাখ্যানেই সমাধান হয়ে যাবে। আলাদা কোনো পরিশিষ্ট রচনার প্রয়োজন হবে না। পাঠকমাত্র বুঝতে পারবেন রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম কেন ১১টি বিয়ে করেছিলেন, কিংবা কিশোরী আয়েশাকে বিয়ে করাটা সত্যিই ‘মহা অন্যায়’ হয়েছিল কী-না! উম্মুল মুমিনিনদের নিয়ে অযাচিত সকল দোলাচলের অবসান ঘটবে গ্রন্থপাঠে।

প্রিয়তমা রচনার অন্যতম কারণ—বাংলাভাষী মানুষের সামনে রাসুল ও তাঁর স্ত্রীদের দাম্পত্যজীবনকে সগৌরবে তুলে ধরা। কতটা পেরেছি জানি না, তবে এ কথা নির্দ্বিধায় বলতে পারি—মুসলিম নারীদের জন্য উম্মুল মুমিনিনদের জীবন ও জীবনের গল্পের চেয়ে শিক্ষণীয় আর কিছু হতে পারে না। এত প্রেমময় আর ভালোবাসায় পূর্ণ ছিল তাদের সংসার, আমরা কখনো সে সাংসারিক প্রেম আগ্রহভরে পাঠ করে দেখিনি।

আমাদের লৌকিক সমাজের প্রায় প্রতিটি পরিবারে আজকাল শোনা যায় স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ, মানসিক টানাপোড়েন, পরস্পরের বিশ্বাসসহীনতা, সংসার ভাঙার করুণ সুর। দাম্পত্য কলহের বিষবাষ্প যেন ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে আমাদের চারপাশের সমাজ। কিন্তু আমরা নিজেদের কি কখনো রাসুল ও তাঁর স্ত্রীদের মুখোমুখি দাঁড় করিয়েছি? কখনো কি তাঁদের সংসারের আদলে আমাদের সাংসারিক সমস্যাগুলো মোকাবেলা করার চেষ্টা করেছি? হয়তো কখনো করা হয়নি।

অথচ তাঁদের জীবনে রয়েছে প্রেম আর ভালোবাসায় পূর্ণ এক সংসারের ছায়াছবি। তাঁদের দাম্পত্যজীবনের অসংখ্য অনুপম শিক্ষা সমগ্র পৃথিবীর জন্য শিক্ষণীয়। অনাগত সকল সভ্যতার জন্য তাঁদের সাংসারিক প্রেম নক্ষত্রের মতো জাজ¦ল্যমান। যে গ্রহণ করবে, তার জীবন আলোকিত হবে।

প্রিয়তমা গ্রন্থ সেই সুখী আর প্রেমময় জীবনের গল্পই বলেছে।

যারা পড়তে আগ্রহী: https://www.rokomari.com/book/152229/priyotoma

অথবা কল করুন: 01974 888441