আমি কি তোমার অভিভূত লজ্জা, নিকটস্থ কুরিয়ার
নক্ষত্রের মতো হারিয়ে ফেলেছো ফড়িং ডাকটিকেট

কোনো পড়ন্ত বিকেল চুরি করা কেরানীর মতো
লাস্ট বাস মিস করে আর ফিরতে পারিনি ঘর
রৌদ্রে ভীষণ চোখ টাটায়, তবু
নিজেই নিজের নাম দিয়েছি—আলোর সিন্দাবাদ
যুদ্ধ করে তোমায় জয়ের চিন্তা-ভাবনা হয়
আবার ভাবি—
আমি কি সেই ভুলন্ত চাদর, খয়েরি রংয়ের শাল
এবারের শীতেও যার প্রয়োজন হয়নি তোমার গায়ে জড়ানোর

খুব ভয় হয়, খুব চিন্তা-ভাবনা হয়