চলো যাই নীলহাস-নিঃসঙ্গ কবুতর, সুখীরাত হয়েছে নিঃঝুম
দোলা দেয়া হাওয়া উড়িয়ে দিয়েছে জাহাজের উড়না
এইবার চলো যাই রাতজাগা গাঙচিল, লুকিয়ে গেছে সব মনভাঙা দস্যু
পুড়ে গেছে মাস্তুল, ঝড়োয়া রাতে আর ভয় নেই আলেয়ার

চলো যাই ঢেউ ঢেউ উষ্ণতা শীতরাত, চলো যাই
সমুদ্র ডাকে নোনা বেদনারা কাতরায়, চলো যাই
বুকফাটা কান্নাকে গলাটিপে হত্যা, চলো যাই
চলো যাই ধ্যানভাঙা মাছরাঙা, সুখচুপ ডাহুকী
চলো যাই ধ্যানী বক, সারসের সাদা ঝাঁক
চলো যাই কুয়াশা, ঘুমিয়ে গেছে সব সম্মুখ কুহকী

দৃষ্টির পেছনে খুলে যদি জানালার পর্দার কালোমেঘ
ভেবো না, যাত্রার গতিবেগ নেশারুর মতো উচ্ছ্বল- তবে আজ চলো যাই
জামার বোতামে গন্ধেরা যদি দেয় পরিচিত দুখ-দাম
ছুঁড়ে ফেলো বাহুডোর, আস্তিনে বেঁধে ফেলো উড়ন্ত নাগিনী
চলো যাই রাতজাগা বাতিঘর, চলো যাই
ছাইচাপা আগুনের শিখা থেকে জন্মানো পাখি হয়ে উড়ে যাও
চলো যাই তেরো নদী, চলো যাই

চলো যাই আকাশরাঙা উষাভোর, চলো যাই বন্ধনহীন আকাশী
মেঘকালো বৃষ্টি থেমে গেলে অশ্রুরা হয়ে যাবে হীরেজ্বলা রোদ্দুর
ডানা মেলা দুঃখরা উড়ে গিয়ে ছায়াপথ, নক্ষত্র হয়ে যাক বহুদূর

চলো যাই নীলহাস-নিঃসঙ্গ কবুতর, সুখীরাত হয়েছে নিঃঝুম
দোলা দেয়া হাওয়া উড়িয়ে দিয়েছে জাহাজের দিকপাল
এইবার চলো যাই রাতজাগা গাঙচিল, লুকিয়ে গেছে সব প্রেমহীনা প্রিয়তা
পুড়ে গেছে মাস্তুল, ঝড়োয়া রাতে আর ভয় নেই স্বপ্নকে হারানোর
চলো যাই