স্মৃতি মুছে যাচ্ছে, স্মৃতি…
কালপ্রিট প্রেমিকার মতো ধুয়ে যাচ্ছে
কোথাও আটকে যাচ্ছে না উড়ে যাওয়া পালক
হাওয়ার সঙ্গে, পথের সঙ্গে, শহরের দালানের সঙ্গে
আমাদের সয়ে যাওয়া হাসির সঙ্গে পুড়ে যাচ্ছে, স্মৃতি
পুড়ে যাচ্ছে আমাদের নীরব কোলাহল
খিস্তি-খেউড়, রাতজাগা সুরা, গোগ্রাসী গান, দারুণ কবিতা

হিমালয়ে যাবে বলে একঝাঁক পাহাড়ি বাদল
দলছুট বুনো মেঘের সাথে করেছিলো দেখা
তারপর হাওয়া এলো, উত্তুঙ্গ ঘূর্ণিপাক, বিদ্যুৎস্পন্দ
বৃষ্টি হয়ে ঝরে পড়লো বাদল ও মেঘ, অবেলায় 

বাদলের কোনোদিন হলো না হিমালয় দেখা