বাকসে বাকসে জমিয়ে রাখা উমভোর
ভদ্র হয়ে গেছি খুব, সেইসব রাতজাগা কান্না
মন, কেমন থাকো আজকাল
বৃষ্টি এলে ব্যালকনি ছাঁট দেয়া মনপোড়া বর্ষণ
হাত দিয়ে ধরে দেখা শিরশির অনুভব
থালা-বাটি, ফুলের টব, রান্নার টুংটাং
আলগোছে সবকিছু সরিয়ে
মন, সাজিয়ে রাখছো এক তোড়া নীল মন
কাউকে বলো না, নিভৃত ব্যস্ততা একা একা উপভোগ
নদী আসে চুপচাপ, ডাক দেয়া ঘাস, উড়াউড়ি শৈশব
মন, আজকাল পুড়ে খুব মন
চোখে চোখে এঁকে ফেলা পেইন্টিং
ঝাপসা হয়ে কুয়াশার মতো এতো অস্থির
মিহি প্রেম ইদানীং, ভুলে যাই চশমা
মন, কেমন ভুলোমনা আজকাল