আমায় ঘুমঘোরে নাও ডেকে আয়ে নবিয়ে মদিনা
আমায় সাইমুম হয়ে নাও উড়িয়ে আয়ে পেয়ারে মদিনা
আমায় তৃষিত মরুর মতো নাও জড়িয়ে আয়ে রাসুলে মদিনা
আমায় প্রেমে প্রেমিক করো, ইশকে তোমার আশেক করো আয়ে মাশুকে মদিনা

দিন কিয়া রাত, এহ দিল কি বাত, তুমহারে সাথ আয়ে নবি-
মেরে তো লাগ গায়ে কিসমত
আব তো বুলা লো আয়ে মুহাম্মাদে মদিনা

উন পর লাখো কারুরোঁ দরুদ ও সালাম
মিঠা মিঠা হ্যায় মেরে মুহাম্মাদ কা নাম (কোরাস)

আমারও আকাশে দিনমান চমকায় একটাই রবি – আয়ে নবি
আমারও চোখে সকাল-সাঁঝে ভাসে শুধু সে এক ছবি – আয়ে নবি
আমারও সকল গান-কবিতা-স্বরলিপির একজনই কবি – আয়ে নবি
আমারও হৃদয় বলে তুমি আমার প্রাণ, তুমি আমার সবই – আয়ে নবি

তু মেরে সাঁস কি ধাড়কান, মেরে নাম কি পেহচান, তুম হে ঢুন্ডতে ঢুন্ডতে আয়ে নবি
ম্যায় তো থাক গায়ে দিলবার
আব তো পেয়ার দো আয়ে তাজদারে মদিনা

উন পর লাখো কারুরোঁ দরুদ ও সালাম
মিঠা মিঠা হ্যায় মেরে মুহাম্মাদ কা নাম (কোরাস)