নীল বুনটের আয়নাখানা তুলে রাখোঘামভেজা সব স্মৃতির মলাট আলমারিতেসাজিয়ে রাখো থরে থরে,সাজিয়ে রাখো মনের বোতামসাহস করে মরে যাবার ইচ্ছেটা আজতুলেই রাখো, মাথার কসমএই বসতির মানুষগুলো কালকে রাতেঘুমিয়েছিল স্বপ্ন দেখার বাতিক নিয়েCategories: কবিতাদি