নীল বুনটের আয়নাখানা তুলে রাখো
ঘামভেজা সব স্মৃতির মলাট আলমারিতে
সাজিয়ে রাখো থরে থরে,
সাজিয়ে রাখো মনের বোতাম
সাহস করে মরে যাবার ইচ্ছেটা আজ
তুলেই রাখো, মাথার কসম
এই বসতির মানুষগুলো কালকে রাতে
ঘুমিয়েছিল স্বপ্ন দেখার বাতিক নিয়ে