বেশ কিছুদিন আগে এক উঠতি (ইসলামি) লেখক বলল, ‘বস, কী বিষয়ে বই টই লেখা যায়?‘

আমি বললাম, ‘তোমার যে বিষয়ে লিখতে ভালো লাগে সে বিষয়ে লেখো। আমি তো আমার পছন্দের বিষয় ছাড়া অন্য কিছু লিখি না।‘

সে বলল, ‘না, পপুলারিটির একটা ব্যাপার আছে না! কোন ধরনের বই লিখলে মার্কেট পাওয়া যাবে—সেটা তো বুঝতে হবে।‘

আমি টাস্কি খেয়ে বললাম, ‘তা তো বটেই, তা তো বটেই…‘

এরপর ওই মার্কেট-প্রত্যাশী লেখককে দেখলাম বিভিন্ন মানহাজি শাইখের ল্যাঞ্জা ধরে এখানে সেখানে হাজিরা দিচ্ছে, তাদের তোষামোদে গদগদ করছে তার ফেসবুক। কুফর-মুরতাদ-খারেজি ইত্যাদি মানহাজি মতবাদের নানা মুখরোচক আবেগী বিষয়ে বই লিখছে/অনুবাদ করছে। বেশ একটা লেখক লেখক ভাব চলে এসেছে তার মধ্যে। কচি-কাঁচা ভক্ত মুরিদানও জুটেছে তার। তারা তার পোস্টে কমেন্ট করে বলে, আপনাকে কেবল আল্লাহর জন্য ভালোবাসি শাইখ!

তার এই খোলস পাল্টানো লেখক-চরিত্র দেখে মনে মনে ভাবলাম, শালারা, ভণ্ডামিরে তোরা তো শিল্পের পর্যায়ে নিয়া গেছোস!