নিরবতার জিকির করতে করতে জেনেছি—

আমি বরং কোলাহলপ্রিয়

 

আমি পাহাড়ের অনড় গাম্ভীর্যের পৈথানে পৌঁছে

ছলছলাৎ ঝরণা কামনা করি

বনভূমির নির্জনতার কাছে গিয়ে

কামনা করি পাখির কোলাহল

হারিয়ে যাওয়ার পর খুব করে চাই—

পথপাশ থেকে আমার ঠিকানা জিজ্ঞেস করুক

একটা বৃক্ষ, একটা শালিক, তোমার চোখের অশ্রুজল

 

নিঃসঙ্গতা কামনা করে চেয়েছি জনপ্রিয়তা

লিখতে চেয়েছি নৈঃশব্দ্য, পেয়েছি হাততালি

আকাশের কাছে উদারতা কামনা করে পেয়েছি বৃষ্টি

স্বৈরশাসন গলায় ঝুলিয়ে বলেছি জিন্দাবাদ জিন্দাবাদ

 

নিরবতার খোঁজে মুর্শিদের আস্তানায় বায়াত হয়ে

কামনা করেছি তাবাররুক, কারামত, তাজাল্লি, আনাল হক

ধ্যানের মধ্যে সকল মন্ত্র ভুলে জপেছি শুধু—

খানকা-আশ্রম মুখর করে বেজে উঠুক তোমার ফোনকল


Leave a Reply

Your email address will not be published.