শুধুমাত্র শো-ডাউনের জন্য হলেও ইসলামি রাজনৈতিক দলগুলোর উচিত রাজধানী ও বড় বড় শহরগুলোতে বিভিন্ন ধরনের কর্মসূচি অব্যাহত রাখা। নানা ইস্যুতে মিছিল-সমাবেশ, প্রতিবাদ সভা, সেমিনার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি কর্মসূচি প্রতি সপ্তাহে আয়োজন করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে একেক দল একেক ধরনের কর্মসূচি নিয়ে আসুন। শহরে নিয়মিত আপনাদের উপস্থিতি জানান দিতে হবে।

রাজনীতি শো-ডাউনের নাম। শুধু তসবিহ টিপে আর বিবৃতি দিয়ে রাজনীতি হয় না। টকশো আর বুদ্ধিবৃত্তিক আলাপ শুনিয়ে দল শক্তিশালী করা যায় না। আপনার বাহুশক্তিরও প্রদর্শন প্রয়োজন। প্রতিপক্ষকে আপনার ব্যাপারে নিশ্চিত হতে দেবেন না।

এই দেশে রাজনীতির মেকানিজমে না হোক, রাজপথ আর বুদ্ধিবৃত্তিক আন্দোলন যেন কখনোই দাড়ি-টুপিহীন হয়ে না পড়ে। রাজনৈতিক দলগুলোর প্রতি এ আহ্বান রইল!