কোনো এক নদী, ধরো তার নাম সুহাসিনী

আমি তাকে চিনি, জানি তার ফেলে আসা স্রোত

একসাথে হাঁটি, বলি তাকে হৃদয়ের বাতচিত

দূরে যাই যদি, নদী জানে না আমার নাম

আমি তাকে স্মরি, সে কি ডাকে দরদিয়া?

তবে কেন রাতে, ভেঙে গেলে নাগরিক ঘুম

আমার খুব ইচ্ছে করে হয়ে যেতে নদী