যখন আমার মৃত্যু হয়, কাঁধে উঠানো হয় লাশের পালকি

তুমি ভেবো না—আমি চিরতরে হারিয়ে যাচ্ছি পৃথিবী থেকে

কেঁদো না আমার জন্য, দুঃখ কিসের বলো
আমার যাত্রা তো কোনো অজানা গন্তব্যে নয়
আমার শবযাত্রা উঠবে যখন, বলো না—বিদায় বিদায়
আমি যাচ্ছি না কোথাও, বরং উড্ডীন হচ্ছি এক অনন্ত ভালোবাসায়
কবরের অন্ধকারে যখন ছেড়ে যাবে আমায়, বলো না আল-বিদা
কবর তো আমার ও বেহেশতের মাঝে সামান্য এক পর্দা
তুমি শুধু দেখছো আমার কবর-শয়ন, এবার দেখো আমার উড্ডয়ন
কেন ভাবছো এ সমাপ্তি? যদিও সূর্যাস্ত হয়, ডুবে যায় পূর্ণিমা চাঁদ
মনে হতে পারে এ সমাপ্তি, এক সূর্যাস্ত; কিন্তু এ সেই সূর্যোদয়
যখন মাটি দিয়ে ঢেকে দেয়া হবে কবর, মুক্ত হবে তোমার হৃদয়
মাটিতে রোপন করা একটা বীজ, যেমন জন্ম দেয় একটি প্রাণ
কেন তবে মানুষ নামের বীজ থেকে জন্ম নেবে না জীবনের জয়গান?
স্বচ্ছ জলের কূপে যদি বালতি ফেলো, তবে সেটি পূর্ণ হয়েই উঠে আসবে
কেন তবে মৃত আত্মার জন্য কাঁদো, ইউসুফ হয়ে সে উঠে আসবে কুয়া থেকে
অন্তিম সময়ে যখন তুমি বন্ধ করবে তোমার মুখ, থেমে যাবে কোলাহল
জেনো, তোমার ভাষা ও রুহ বিস্তৃত হবে এক সীমাহীন সময় ও শূন্যতায়
____________________
যখন আমি মারা যাই | দরবেশ জালালুদ্দিন রুমি (রহ.)