`…জুমআর নামাজের পর তরুণ হানজালা নবীজির (সা.) সঙ্গে দেখা করতে এলেন। একা এসেছেন তিনি। নবীজির সামনে কী করে বিষয়টা তুলবেন, এমন দোটানায় কেটেছে সারাটা সকাল। তবু সাহস করে এসেছেন নবীজির কাছে, তিনি হয়তো কোনো উপায় বাতলে দিতে পারবেন।

নবীজির পাশ থেকে ভিড় একটু কমলে সামনে এগিয়ে গেলেন হানজালা। দুরু দুরু মনে বললেন, ‘হে আল্লাহর রাসুল, আবদুল্লাহ ইবনে উবাইয়ের মেয়ে জামিলার সঙ্গে আমার বাগদান সম্পন্ন হয়েছে কিছুদিন আগে, সেটা আপনি জানেন। বিয়ের দিন ধার্য করা হয়েছিল আজই। কিন্তু আজকে তো আর বিয়ের অনুষ্ঠান করা সম্ভব নয়। আমিও আপনার সঙ্গে যুদ্ধযাত্রার প্রস্তুতি নিয়েছি। আমার বাগদত্তা জামিলা এ সিদ্ধান্ত হাসিমুখে মেনে নিয়েছে। আমরা চাচ্ছিলাম, আল্লাহ যদি যুদ্ধ থেকে ফিরিয়ে আনেন, তখনই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। কিন্তু বাধ সেধেছেন জামিলার বাবা। তিনি বলেছেন, বিয়ে হলে আজই হবে, নয়তো নয়। বিয়ের তারিখ তিনি কিছুতেই পরিবর্তন করতে চাচ্ছেন না। এই মুহূর্তে আমি কী করতে পারি? আপনার কাছে পরামর্শ চাইতে এসেছি।’

নবীজি তরুণ হানজালার চিন্তাক্লিষ্ট মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, ‘কোনো অসুবিধা নেই, তোমার বিয়েটা আজই হবে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে রাতটা নতুন বউয়ের সঙ্গে কাটাও। কেননা আজ যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামীকাল ভোরে তুমি মদিনা থেকে রওনা হয়ে আমাদের সঙ্গে যোগ দিতে পারবে। রাস্তায় কাউকে জিজ্ঞেস করলেই জানতে পারবে আমরা কোন পথ দিয়ে গিয়েছি।’

নবীজির কথায় হানজালার চেহারা থেকে দুশ্চিন্তার কালো মেঘ সরে গেল এক নিমেষে। সলজ্জ হাসি দেখা গেল তাঁর মুখে। মনে মনে বললেন, এ জন্যই আপনাকে এত ভালোবাসি, হে আল্লাহর রাসুল। আপনার কাছে সকল সমস্যার সমাধান আছে। আপনি ভালোবাসার আধার, আপনি রহমাতুল্লিল আলামিন!

মনের মধ্যে আনন্দের ফল্গুধারা নিয়ে নবীজির কাছ থেকে বিদায় নিলেন হানজালা। পৃথিবীটা হঠাৎ করেই যেন অদ্ভুত সুন্দর লাগছে তাঁর কাছে। এই দুপুর রোদে তেতে থাকা মদিনার আলো-বাতাস, ঘরবাড়ি, রণপ্রস্তুতি, হইহল্লা সবই যেন ভালো লাগছে তাঁর চোখে।

জলদি পা চালালেন হানজালা। সংবাদটা এখনই জামিলাকে দিতে হবে। সকাল থেকে কাঁদতে কাঁদতে চোখ-মুখ ফুলিয়ে ফেলেছে মেয়েটা। জামিলার মুখটা মনের পর্দায় ভেসে উঠতেই এক পশলা শান্তির অনুভূতি ছড়িয়ে পড়ল হানজালার হৃদয়জুড়ে।’

————

উহুদ যুদ্ধের মর্মস্পর্শী গল্পভাষ্য ‘মৃত্যুঞ্জয়ী’ থেকে। উপন্যাসের দ্যোতনায় সাজানো বইটি অর্ডার করতে চাইলে নবপ্রকাশ-এর পেজে মেসেজ দিন অথবা কল করুন: 01913 508743

অনলাইনে অর্ডার করুন: https://www.rokomari.com/book/253077/mrityunjoyee