সফল ব্যক্তিদের বাণী পড়তে পড়তে ত্যক্ত-বিরক্ত হয়ে গেছি। সবাই শুধু স্টিভ জবস, বিল গেটস, জ্যাক মা আর সফল সফল বিসিএস ক্যাডারের বাণী বিতরণ করে। বাণী তো দেয়া উচিত ব্যর্থদের।

যারা স্বপ্নপূরণে ব্যর্থ, পড়ালেখায় ব্যর্থ, চাকরিতে ব্যর্থ, ব্যবসায় লস খাইছে, প্রেমে কঠিনরকম ছ্যাকা খাইছে, বউয়ের ঝাড়িতে জেরবার, সংসারের দুরূহ অবস্থা, ধনী হইতে গিয়া এমএলএমে ধরা খাইছে—এমন বিধ্বস্ত লোকদের উচিত বেশি বেশি বাণী ডেলিভারি দেওয়া। কারণ জীবনকে তারা যে আঙ্গিকে দেখছে বা দেখতেছে, সেইভাবে একজন হাস্যোজ্জ্বল সফল মানুষ দেখে নাই। জীবন নিয়ে তার চিন্তাভাবনা অন্যদের চিন্তার খোরাক হবে নিঃসন্দেহে।

সফলরা বাণী দিয়ে হাততালি কামাই করবে আর ব্যর্থরা ব্যর্থতার ভয়ে মুখ লুকিয়ে পাশ কাটিয়ে চলে যাবে—এ অন্যায্য। বাণীর অধিকার সবার সমান।

আসেন, কমেন্টবক্সে আজ নির্দ্বিধায় যার যার ব্যর্থতার বাণী দিয়ে যান। আমি দিতেছি একটা:

“জীবনে বড় বড় স্বপ্ন দেখবা, বড় স্বপ্নের ব্যর্থতাও বিরাট হয়। সুতরাং স্বপ্নভঙ্গের কষ্ট পাইলে বিরাট আকারের কষ্ট পাইবা। অন্তত কষ্টের দিক দিয়া তুমি সফলদের থেকে আগায়া থাকো।”


৪ Comments

মোবারক ইবনে মনির · ১৩ এপ্রিল , ২০২০ at ৪:৪২ অপরাহ্ণ

ভাইয়া…আমি আপনার অনুরাগীদের একজন হয়ে ও… আপনা সাথে কথা বলতে ও ব্যর্থ…😭😭

    সালাহউদ্দীন জাহাঙ্গীর · ২ জুলাই , ২০২০ at ৫:২৮ পূর্বাহ্ণ

    কথা হবে, দেখা হবে, কোনো একদিন… ধন্যবাদ

মোবারক ইবনে মনির · ১৩ এপ্রিল , ২০২০ at ৪:৪২ অপরাহ্ণ

ভাইয়া…আমি আপনার অনুরাগীদের একজন হয়ে ও… আপনা সাথে কথা বলতে ও ব্যর্থ…

মোবারক ইবনে মনির · ১৩ এপ্রিল , ২০২০ at ৪:৪৬ অপরাহ্ণ

কেন জানি সব খানে আপনার লেখা খুজিঁ

Comments are closed.