আমি প্রিজন ভ্যানের শেষ যাত্রী

না-বলা এক হাজার অভিমান বুকে পিষে

ভোরের আলো ফুটবার আগে, শহর পেরিয়ে

দিগন্তের কয়েদ থেকে ফেরারী হাওয়ার সঙ্গে

ব্যর্থতার কেন্দ্রীয় কারাগার থেকে কয়েদী প্রেমিকের সঙ্গে

নষ্ট সময় থেকে আত্মসাৎ হওয়া নির্দোষ স্মৃতির সঙ্গে

হারিয়ে যাচ্ছি

 

আমার গাড়ির নম্বর টুকে রাখো মায়াবী শহর

মনে রেখো তীব্র অভিমানে পুড়ে যাওয়া আমার দুই চোখ

স্বপ্ন খুনের অপরাধে পেয়েছি যাবজ্জীবন

প্রেমের প্রিজন ভ্যানে চড়ে হাওয়া, প্রেমিক ও স্মৃতির সঙ্গে

হারিয়ে যাচ্ছি বধ্যভূমির দিকে