সরকারি প্রাথমিক শিক্ষা কার্যক্রম নিকট ভবিষ্যতে বেশ বড় ধরনের একটা ধাক্কা খেতে যাচ্ছে। কিন্ডার গার্ডেন, ইসলামভিত্তিক নূরানী মক্তব ও স্কুল এবং ইংলিশ মিডিয়াম স্কুলের সঙ্গে প্রতিযোগিতায় প্রাথমিক শিক্ষায় নিজেদের একক আধিপত্য ইতিমধ্যে হারাতে বসেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এর জলজ্যান্ত উদাহরণ কয়েকদিন আগে পাশের গ্রামেই দেখেছি। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বেশ কিছু ভর্তি বিজ্ঞাপনের ব্যানার টাঙানো দেখলাম রাস্তার পাশে। বিজ্ঞাপনে প্রাথমিক বিদ্যালয়ে কী কী সুযোগ সুবিধা দেয়া হয় তার ফিরিস্তি পয়েন্ট আকারে লেখা আছে। প্রাইমারি স্কুলে ছাত্র ভর্তির প্রলোভনমূলক এমন বিজ্ঞাপন এই প্রথম দেখলাম।

ছাত্র হারানোর এই প্রবণতা সামনে আরও বাড়বে নিঃসন্দেহে। তখন সরকারের শিক্ষা কুশীলবরা নতুন কী উদ্যোগ গ্রহণ করবেন, সেটা তো বলতে পারছি না। তবে হাই স্কুলের পাঠ্যপুস্তকে ইসলামি শিক্ষা-সংস্কৃতিকে আঘাত করে নতুন যে পাঠ্যক্রম দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে, শিক্ষা কুশীলবরা প্রাইমারির ছাত্রদের হাই স্কুল পর্যায়ে এনে ব্রেনওয়াশ করার কূটকৌশল গ্রহণ করেছেন।

প্রাইমারির ছাত্রদের যেহেতু হাই স্কুলে আসতেই হবে, সেখানে তারা যা-ই শিখে আসুক, হাই স্কুল পর্যায়ে যেহেতু সরকারের একচ্ছত্র আধিপত্য, সুতরাং এখানে তাদের মাথায় ধর্মবিদ্বেষের বীজ ঢুকিয়ে দিতে হবে। শিক্ষার পরবর্তী সকল ধাপে সে এই বীজ নিয়ে বড় হবে। ফলাফল আশানুরূপ।

এটা একটা প্রেডিকশন। সত্য হতে পারে আবার নাও হতে পারে। বাদবাকি ফিকিরের দায়িত্ব আপনার।