নুরানি আলো হাতে বের হয়ে দেখি—

শত শত হ্যাজাকলণ্ঠনে ছেয়ে গেছে রোজ কেয়ামত

তবু চারদিকে সহিংস অন্ধকার, চাবুকের আওয়াজ

ইয়া নাফসির বদলে সমবেত মানুষের আর্তকণ্ঠ বলছে—

ধর শালাকে…দালাল একটা…তুই জাহান্নামি… বাইঞ্চোত নাস্তিক….

 

আমি একটা পাহাড়ের কাছে গিয়ে দেখি—

পাহাড়টা কাঁদছে, নদীর কাছে যাই—

নদীটা কাঁদছে, বনভূমির গাছের বুকে কান পাতি—

গাছেরা কাঁদছে, আগুনের পাশে বসি—

আগুন কাঁদছে আর বলছে—

ইয়া নাফসি…ইয়া নাফসি…

শুধু মানুষজন ঈশ্বরের নামে মিছিল করতে করতে

প্রবল উল্লাসে এগিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে

বইটি কিনতে চাইলে:

https://www.rokomari.com/book/244659/ishwor-asen-kothabarrta-boli


Leave a Reply

Your email address will not be published.