বহুকাল পুণ্যযাত্রা শেষে ক্লান্ত পথিক শুধাল,

‘পথের আর কত বাকি, মুসাফির?’

পথ বলল, ‘তোমার কাজ হাঁটতে থাকা, প্রশ্ন নয়।’

এরপর সে যখন স্পর্শ করল জল, হয়ে গেল জমজম

সে উত্তোলন করল হাত, ধরা দিল কাউসার জলাধার

সে তাকাল আকাশের দিকে, খুলে গেল বেহেশদ্বার

 

পথিক আপনমনে হাসতে হাসতে হাতে তুলে নিল তসবিহ

আবার হাঁটতে লাগল পৃথিবীর ধুলোমাখা পথে