তুরস্কের (প্রাচীন তুর্কিস্তান বা আনাতোলিয়া) প্রতি বাঙালির ধর্মীয় দুর্বলতা থাকার অন্যতম একটা কারণ হলো, এই বঙ্গ অঞ্চলে ইসলাম আগমনের পর থেকে যেসব সুফি-দরবেশ এখানে ধর্ম প্রচার করেছেন, তাদের বড় একটা অংশের আগমন ঘটেছিল বৃহত্তর তুর্কিস্তান থেকে।
শাহ সুলতান রুমী, বাবা আদম শহীদ, শাহ জালাল, জালালুদ্দিন তাবরেজি, শাহ মাখদুম রুপোশসহ (রহ.) নাম না জানা আরও শত শত তুর্কি সুফি-দরবেশ এ অঞ্চলে ইসলাম প্রচার করেছেন। শুধু দরবেশি জীবনযাপনই নয়, ইসলামকে বঙ্গ অঞ্চলে প্রতিষ্ঠা করতে তারা অত্যাচারী বিভিন্ন রাজা, শাসক, জমিদারের বিরুদ্ধে সশস্ত্র লড়াইও করেছেন।
শত শত তুর্কি দরবেশের রক্ত, ঘাম আর ত্যাগের বিনিময়ে বঙ্গের মাটিতে ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে। তাদের আখেরি শয়ানও হয়েছে বাংলার এই মাটিতে। সুতরাং মাটির সঙ্গে মাটির যে সুতীব্র মেলবন্ধন, সে তো আর অস্বীকারের উপায় নেই।