গৃহত্যাগী জোৎস্না ডাকা রাতে

বুদ্ধগয়ার পথ হেঁটে হেঁটে ধ্যানক্লান্ত হৃদয় আমার

দাঁড়ায় এসে যশোধরার ঘুমন্ত চৌকাঠে—

সিদ্ধার্থ, আমি তোমার সিদ্ধার্থ এসেছি ফিরে