দেখো, বাসের রড ধরে যারা দাঁড়িয়ে আছে,
অফিসফেরত, ক্লান্ত, জীবনের গ্লানি নিয়ে বাঁচতে বাঁচতে যারা
আর বেঁচে ফেরেনি বিগত জীবনে
তুমি সে নও, তুমি সে নও
তোমার স্বপ্ন আছে, এখনও স্বপ্ন তুমি
দেখার তোমার চোখ আছে, এখনও অন্ধ নও
দেখো, স্বপ্ন, তোমার রাস্তা খোলা
নিজেকে কীভাবে দাফন করবে জীবনের ঠাসবুনটের মাঝে
তোমার স্বপ্নরা এখনও জিন্দা, বুকের ভেতর
দেখো, তোমার স্বপ্নরা এখনও জন্ম দিচ্ছে স্বপ্ন
জীবনের অর্গল ভাঙো, ভাঙো লৌকিক জীবন
তোমার জীবন তুমি বাঁচো, স্বপ্নের জীবন
তুমি জিন্দা, আর তোমার স্বপ্নকে দাফন হতে দেখো না
চুপচাপ, যাও, পিঠের নিচে হাত দিয়ে এমনভাবে আঁকড়ে ধরো
যেন তোমার জীবন মিশে যায় স্বপ্নের জীবনে
যেমন কাগজের বুকে কালির দাগ টেনে তৈরি হয় অক্ষর
বাস্তবতা? টুঁটি চেপে ধরে? বদলে দেয় স্বপ্ন? গুড়িয়ে দেয় স্বপ্ন?
তবে বাস্তবতা বদলাও
হাকিকত পাল্টে দাও
তবু তোমার স্বপ্ন বিক্রি করো না
স্বপ্নহীন মানুষ, মূল্যহীন