‘টেররিজম’ এখন একটা পণ্য, একটা ব্র্যান্ড। টেররিজম বা সন্ত্রাসবাদ নামে মূলত একটা আন্তর্জাতিক ব্র্যান্ড সৃষ্টি করা হয়েছে। একটি ব্র্যান্ডের কাজ হলো, ব্যবসায়ীগোষ্ঠীর ব্যবসাকে লাভজনক করা। মুসলিমদের করা হয়েছে এই ব্র্যান্ডের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’। পৃথিবীর যেখানেই তারা আছে, আন্তর্জাতিক ব্যবসায়ীরা সেখানেই এই ব্র্যান্ডকে পুঁজি করে নিত্যনতুন ব্যবসা ফাঁদছে। আপনি যতখানি গুড মুসলিম, আপনি টেররিজমের ততখানি গুড ব্র্যান্ড প্রমোটর। আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম নন, সুতরাং আপনাকে দিয়ে টেররিজম ব্যবসায়ীদের তেমন কোনো ফায়দা নেই।
টেররিজমকে আপনি আন্তর্জাতিক সংকট মনে না করে যদি এটাকে আন্তর্জাতিক একটা পণ্য মনে করেন; দেখবেন, অনেক হিসাব সহজ হয়ে গেছে। Apple ট্রিলিয়ন ডলার মূল্যমানের কোম্পানি। টেররিজম ব্র্যান্ডের আন্তর্জাতিক বাজারমূল্য Apple-এর চেয়েও বেশি।