দরদে দিল কিতনা পসন্দ আয়া উছে
ম্যায় নে জব কি আহ, উছ নে বাহ কি হে
—আসি গাজিপুরি

এই হৃদয়ের হৃদযাতনা তার লেগেছে এমনিতর ভালো
আমার যখন আহ্ বেজেছে মনে, সে বলেছে বাহ্

—————————————
এ্যায়সা না হো— এহ দরদ বনে দরদে লা-দাওয়া
এ্যায়সা না হো— কেহ তুম ভি মুদাওয়া না কার সেকো
—সুফি তাবাসসুম

এমন হয় না যেনো—
এ মনের ব্যথা তীব্র হয়ে, হয়ে গেলো অনিরাময় ব্যাধি
এমন হয় না যেনো—
তোমার পরশও সে ব্যাধিতে না হলো আর সঞ্জিবনী সুধা

—————————————
দোস্তোঁ কো ভি মিলে দরদ কি দৌলত ইয়া রব
মেরে আপনা হি ভালা হো, মুঝে মনজুর নেহি
—হাফিজ জলন্ধরি

বন্ধুদেরও মিলে গেছে দারুণ ব্যথার দান, হে ঈশ্বর
আমায় দিয়ে ওসব হবে না, ব্যথা আমার সয় না আর

—————————————
তুমহারি ইয়াদ কে জব জখম ভরনে লাগতে হ্যায়
কিছি বাহানে তুমহে ইয়াদ করনে লাগতে হ্যায়
—ফয়েজ আহমদ ফয়েজ

তোমার স্মরণস্মৃতি দিয়ে ভরি যখন মনের বেদন
মন তোমাকে আবার স্মরে, আবার শুরু নতুন রোদন

—————————————
তেরি উম্মিদ তেরি ইন্তেজার জব ছে হ্যায়
না শব কো দিন ছে শেকায়েত, না দিন কো শব ছে
—ফয়েজ আহমদ ফয়েজ

যেদিন থেকে তোমায় চাওয়া, প্রতীক্ষাতে দিন গুনেছি
রাত বলেনি দিন কেন হয়, দিন পুছেনি রাতের খবর

—————————————
আল্লাহ জানে মউত কাহাঁ মর গায়ি ‘খুমার’
আব মুঝকো জিন্দেগি কি জরুরত নেহি রাহি
—খুমার বারবানকাভি

মৃত্যুর কোথায় মরণ হয়েছে, আল্লাহ জানে হে কবি খুমার
অথচ এ আশাহীন জীবনের প্রয়োজন আমার শেষ হয়েছে সেই কবে