শেখ সাদী রহ. বলেন—

দিনে রিজিক তালাশ করো, আর রাতে তালাশ করো তাকে—যিনি রিজিকের ব্যবস্থা করেন।

আল্লাহভরসা যদি শিখতে চাও তবে পাখির কাছে যাও; সে যখন সন্ধেবেলা ঘরে ফিরে আসে তখন তার ঠোঁটে আগামীকালের খাবারের জন্য একটা দানাও থাকে না।

আল্লাহর এতো সৃষ্টি, তবু তিনি আমার মতো এক নগণ্যকে স্মরণ করে রিজিকের ব্যবস্থা করেন। অথচ আমার একটাই প্রভু, তবু আমি দিনে একবারও তাকে স্মরণ করার ফুরসত পাই না।

রিজিকের আধিক্য কিংবা স্বল্পতা—দুটোই মানুষকে মন্দের দিকে ধাবিত করে।

জিজ্ঞেস করা হলো, কেমন আছেন? জবাব দিলেন, আল্লাহর রিজিক খেতে খেতে দাঁত পড়ে গেলো অথচ জিহ্বা এখন পর্যন্ত তার কৃতজ্ঞতা আদায় করতে ভুলে যায়।

শত্রু থেকে সবসময় বেঁচে থাকো; এবং বন্ধু থেকেও—যখন সে তোমার প্রশংসা করতে থাকে।

জিতে গেলে তো সবাই সঙ্গী হয়, সাথী তো সে—যে পরাজয়ের সঙ্গীন সময়েও সঙ্গে থাকে।

যারা আমাকে ঘৃণা করে, তাদেরকে ঘৃণা করার মতো আমার সময় কই? আমার তো দিন কেটে যায় তাদের নিয়েই, যারা আমাকে ভালোবাসে।