মা কো দেখ কর মুসকোরা লিয়া কারো

কিয়া পাতা কিসমত মে হজ্জ লিক্খা না হো

(সংগৃহীত)

মায়ের সঙ্গে প্রাণ খুলে হাসো

কে জানে, ভাগ্যে তোমার হজ্জ লেখা আছে কি-না

ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি (সা.) ইরশাদ করেছেন, যখন কোনো পিতা-মাতার ভক্ত সন্তান নিজের পিতা-মাতার প্রতি ভালোবাসার দৃষ্টিতে দেখে, আল্লাহ তাআলা তার প্রতিটি দৃষ্টির বদৌলতে তার জন্য একটি কবুল হজ্জের সওয়াব দান করেন। সাহাবিরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল! যদি দৈনিক একশবার তাকায়? তিনি বললেন, হ্যাঁ, তবে একশবারই। আল্লাহ মহান ও পবিত্র।

(শুআবুল ঈমান, হাদিস নং-৭৪৭২, কানযুল উম্মাল, হাদিস নং-৪৫৫৩৫, মিশকাতুল মাসাবিহ, হাদিস নং-৪৯৪৪)

 


Leave a Reply

Your email address will not be published.