এরপর থেকে বিস্তীর্ণ পথ হেঁটে যাবো, কাজী
কুসুম থেকে চুমুক দিয়ে পান করবো শুভ্র বিষ
মাটির মধ্যে গড়াগড়ি করে দাফন করবো স্বপ্ন
নষ্ট নদী সাঁতরে পার হয়ে চলে যাবো জ্যোৎস্নার অনশনে
ক্ষুধা-ক্লান্তিতে বেদনার কাঁধে মাথা রেখে নুয়ে পড়বো রাত্রি
উদ্বেল বালিকাদের ঘরের পাশ দিয়ে যেতে খুব শিশ মারবো
আর মুখে থাকবে জিকির—সঙ্গে যাবে, সঙ্গে যাবে…?

উড়ন্ত বকদের থেকে ধার নেবো সাড়ে সাতশো দিনার
পিঠে ঝুলানো ব্যাগে থাকবে মৃগয়ার কস্তুরী ঘ্রাণ
ঝিলিক দিয়ে ওঠা শিশিরবিন্দু মাখা ঘাসের ডগা
বুকে গেঁথে আত্মহত্যা করবো
বুভুক্ষার মতো গোগ্রাসে খেয়ে নেবো কয়েক বিঘা মটরশুটি
আস্ত তেরোটি পুকুর, আঠারোটি বিলের সমস্ত পাকা ধান
সূর্যাস্তের সময় মহিষের পিঠে চড়ে যাত্রা করবো তিব্বতের দিকে
শাদা ভোরে কড়া নাড়বো এক সন্ন্যাসীর দরগায়
নির্ঘুম চোখে চেয়ে সাধক জিজ্ঞেস করবে—এতদিন কোথায় ছিলেন