শিশুরা গল্প শুনতে ভালবাসে। গল্পের মাধ্যম তাদের যেকোন কিছু শেখানো যায়। কেমন হয় যদি শিশুদের গল্প শোনাই কুরআনের আয়াত দিয়ে কিংবা হাদিস দিয়ে? যে গল্পে নায়ক থাকবে সে নিজেই। যে গল্প কোনো রূপকথা নয়, কোনো কল্পনা নয়; বরং তার জীবনের গল্পই বলা হবে কুরআনের আয়াত অনুযায়ী। তার পরিবার, বন্ধু, স্কুল আর চারপাশের পরিবেশই হবে তার গল্পের প্লট।

কুরআনের এক-একটি আয়াত ও প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ এর হাদিস অনুযায়ী এমনই যুগোপযোগী গল্প বলেছেন নন্দিত লেখক সালাহউদ্দীন জাহাঙ্গীর। আমাদের সময়ের গল্পগুলোই সাজিয়েছেন কুরআনের আয়াত ও হাদিস অনুযায়ী। প্রতিটি গল্প লেখা হয়েছে শিশুদের মনোজগত চিন্তা করে। তাদের স্বভাব-চরিত্র, আদব-আখলাক, আচরণ, পড়াশোনা, বেড়ে উঠা, চারপাশের পরিবেশ ঘিরে সাজানো হয়েছে গল্পগুলো। শিশুদের ঈমানি চরিত্র ও জীবন নির্মাণের এক অভিনব আয়োজন এক একটি বই।

বই পেতে লিংকে ক্লিক করুন:

https://www.rokomari.com/book/280100/ekti-hadis-ekti-golpo


Leave a Reply

Your email address will not be published.