বনু মাখজুম কিংবা বনু হেলালের ইতিহাস-অতীত সব জানাশোনা, কিন্তু বাঙ্গালার আর্য-দ্রাবিড় সম্প্রদায়ের গোষ্ঠী-বিচারের সামান্য তথ্যও জানা নাই। জাতিগতভাবে বাঙালি মুসলিম, চাইলেই রক্তের জিন থেকে দ্রাবিড়ীয় উদ্ভব তো মুছে ফেলা যাবে না। বাংলার বুলবুলি আরবের পেখম গায়ে চড়ালেই হোমাপাখির বোল ফুটবে না ঠোঁটে। নিজ রক্তের জাতিসত্তার তালাশ জরুরি। রক্তের স্বভাব-চরিত্র সবার এক না, আলো-বাতাস আর মাটিরও আছে ভিন্ন পরিচয়। রক্ত-পরিচয়হীন সন্তান—মাফি চাই, মাফি চাই এমন আত্মভোলা বিদেশপ্রীতির জন্য। বর্ণের বাদামি রঙের ডামাডোলে যে বাঙালি মুসলিম আইডেন্টিটি, এ বড় গর্বের ধন। ইয়েমেনি চাদর পুণ্যপরম, বাংলার মসলিনে তবু কাফন হোক!
Categories: দরবেশ