মানুষ সবচে ভয় পায় কী, জানেন?
মানুষ ভয় পায় তার ভবিষ্যতকে, তার আগামীকে।
তার আগামীকাল, আগামী দিনগুলো, আগামী মানুষগুলো, আগামী বছরগুলো, আগামী জীবনটা কেমন কাটবে—সেই ভয়ে সে আজকের প্রত্যেকটা কদম উঠাতে ভীত হয়।
অথচ সে জানেই না আগামী রাতটা পর্যন্ত মোটের ওপর সে বেঁচে থাকবে কি-না! কী হাস্যকর ভয় আমাদের!!
এই মুহূর্তটা বাঁচুন, এই মুহূর্তটা সুন্দর করুন, এই মুহূর্তটা ভালোবাসা দিয়ে অমর করে রাখুন—যে মুহূর্তে আপনি এই লেখাটি পড়ছেন। এটাই জীবন, এই মুহূর্তটিই অবিনশ্বর!