আমরা হতাশ হয়ে ভাবি, এখনই এটা করতে না পারলে সব শেষ হয়ে যাবে। ওটা যদি না হয় তাহলে খুব ক্ষতি হয়ে যাবে। তাই এখনই কিছু একটা করে ফেলা দরকার। ফলতঃ আমরা অপরিণত চিন্তা এবং অনভিজ্ঞ কাজের মাধ্যমে কাজে নামি এবং সেটার ফলাফল ব্যর্থতায়ই পর্যবসিত হয়। আমাদের দ্বারা সফল ও দীর্ঘমেয়াদী কোনো কাজ হয় না।

চিন্তা রাখেন, আজ জীবনের যে যুদ্ধ দেখছেন, আজ থেকে ২০ বছর পর জীবন আপনাকে আরও বড় ও কঠিনতম যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। আপনি নিজেকে সেই যুদ্ধের জন্য প্রস্তুত করুন। চোখের সামনে যে পরাজয় দেখছেন, এটাই আখেরি ব্যাটলফিল্ড নয়। এর পরও যুদ্ধ আসবে, কুড়ি বছর পর আবার সংঘবদ্ধ হবে আরও কঠিন জীবন। সেই সময়টাতে যেন আপনি হেরে না যান।
আজ পরাজয় হোক, আগামীর বিজয় নিশ্চিত করুন!

 


Leave a Reply

Your email address will not be published.