আমি ছিলাম না এখানে, এখানে থাকব না কাল
এই চৈত্রের দুপুর রোদে তবু আলোছায়া দিনে
আমার নাম রয়ে গেল, অগোছালো প্রেম রয়ে গেল
কোনো এক স্রোতভরা গাঙে, কিছু জলে আমার শরীর
কোনো পথে রয়ে গেল কয় ফোঁটা ঘামের দস্তখত
কত অপরূপ দেখে রয়ে গেল মুগ্ধতা নয়নের
আমার বিশ্বাস রয়ে গেল মন্দির মসজিদে
কেউ জানবে না কোনোদিন, একদিন কেউ বলবে না আর—
হ্যালো স্যার, মাটিতে আপনার ছায়া রয়ে গেল