আমি আমার নিজের পরাজয়, অপ্রাপ্তি, মানুষের তাচ্ছিল্য তুড়ি মেরে উড়িয়ে দেবার মন্ত্র জানি। প্রতিটি পরাজয় আর মানুষের তাচ্ছিল্যভরা দৃষ্টি পায়ে মাড়িয়ে কীভাবে দাঁড়িয়ে থাকতে হয় ঝড়ের রাত্রিতে, আমি তার গোপন বিদ্যা আত্মস্থ করেছি। পরাজয় আমার অভিধানে লেখা নেই। আমি ছাইভস্ম থেকে জেগে-ওঠা ফনিক্স, আগুন আমার সহোদরা।
আল্লাহর প্রতি শোকরিয়াধন্য যে হৃদয়, পার্থিব কোনো অপ্রাপ্তি তাকে অতৃপ্ত করতে পারে না।
কিন্তু আমি যখন আমার বন্ধু আর স্বজনদের নৈতিক পরাজয় দেখি, দেখি তাদের জীবন ও চরিত্রের স্খলন, ক্ষয়প্রাপ্ত সৈনিকের মতো পার্থিব লড়াইয়ে ধুঁকছে যারা; তখন আমার চারপাশে গড়ে তোলা শক্তপোক্ত প্রতিরক্ষা দেয়ালগুলো ধ্বসে পড়তে থাকে। ভেঙে যায় গৌরবের সৌধ। বন্ধুদের নৈতিক ও পার্থিব পরাজয়ে নিজের অটলতাকে প্রশ্নবিদ্ধ মনে হয়। মনে হয়, স্খলন আর স্রোতভাসা জীবনই সম্ভবত পৃথিবীর নিয়তি। আমি ভুল নিশান হাতে ধরে লড়াই করছি ভুল সৈন্যদলে। তাদের ভেঙে পড়ার শব্দে মর্মর করে ওঠে অমার মনভূমিও। মানুষ তো, অন্ধত্ব মানুষকে মানায় না!
প্রতিদিন আমি আমার ভেতরে উত্থান, লড়াই আর ভাঙনের শব্দ শুনি…