কিছু সুরভিত কথা বলি, শোনো
না, তুমি নিশ্চুপ, তুমি চুপচাপ নিরালা তরুণ
তুমি শোনো এই বিকেলের রোদ
এই ফুল আর ফসলের গান শোনো
আমি বলি, শোনো কিছু আয়াতে কুরআন

তুমি শোনো কড়ই পাতার ফাঁক গলে নেমে আসা দোয়েলের শিস
সন্ধ্যাতারার কাছে শোনো মায়ের থই থই চোখ
না, তুমি কাঁদবে না, তুমি চোখ মোছো সবুজ পাখি
নিশীথ নক্ষত্রের কথা শোনো, শোনো বেলালি আজান
শোনো ঢেউয়ের আওয়াজ তোলে কাউসার জলাধার
জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার

শোনো অপরিচিত, শোনো কবি ও নৃত্যপ্রেমিক
আমি পাঠ করি কবিতা তোমার
তুমি শোনো জীবনের আনকোড়া হাসি অনিমেষ
শোনো, হৃদয়ের দাগ বেচে কেনা তোমার সুরেলা সেতার
এই বেলা ঘুমাও পরান, নুরানি বোরাকে উজালা কবরঘর
না, কোনো শব্দ নয়, তুমি মৃত্তিকাশিথানে ভাসো বেহুলার বর

বান্ধব-হৃদয়ে পোষা তীব্র চিৎকার শোনো
শোনো, প্রেমিকার ওড়নায় গাঁথা আহত রোদন
কাঁদে সিলোনিয়া নদী, বৃক্ষরা দুলে দুলে গায় ক্ষমাস্তবক
না, কোনো কথা নয়, বর্ষার জলধারা বয়ে আনে তহুরা শরাব
পান করো, কারো কাছে বলো না সে মন্ত্র গোপন
যে কথা হয়ে গেল তোমার আমার

যদি দেখি কোনোদিন, ছায়াপথ পাড়ি দেয় তোমার বোরাক,
বিদ্যুচ্চমকের মতো ক্ষয়ে যাওয়া ধূমকেতু আলো
মহাকাশ থেকে চোখে পড়বে কি নোনাজল এই পৃথিবীর
না, তুমি থেমো না, ঊর্ধ্বাকাশে জারি রাখো অনন্ত উড়ান
পা রাখো অলৌকিক উদ্যানে, আয়াতে আয়াতে উঠে যাও সুমহান
পৃথিবীর অশ্রুজলে ধুয়ে দেই তোমার বেহেশতি জুতোর মাকাম